Page Nav

HIDE

Breaking News:

latest

১০ টাকার কয়েন নিয়ে কী নির্দেশিকা দিল RBI ?

দোকানে গিয়ে কিছু জিনিস কিনতে কিংবা অটো বা ট্যাক্সি ওয়ালাকে টাকা দেওয়ার সময় একটা জিনিস আপনার ওয়ালেটে থাকলে এতদিন অনেক সময়েই সমস্যায়...


দোকানে গিয়ে কিছু জিনিস কিনতে কিংবা অটো বা ট্যাক্সি ওয়ালাকে টাকা দেওয়ার সময় একটা জিনিস আপনার ওয়ালেটে থাকলে এতদিন অনেক সময়েই সমস্যায় পড়তে হত আপনাকে ৷ সেটা হল ১০ টাকার বদলে ১০ টাকার কয়েন ৷ শুরুর দিকে এই কয়েন জোগাড় করার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক উৎসাহ দেখা দিলেও যত দিন গিয়েছে এই কয়েনের প্রতি মানুষ আগ্রহ হারিয়েছে ৷ তার কারণ একটাই, এই কয়েন অধিকাংশ মানুষই নিতে অস্বীকার করেন ৷ আর এর পিছনে সবার একটাই অজুহাত, ‘ এই কয়েন নাকি চলে না ...’ ৷
কিন্তু এই দিন এবার শেষ ৷ দশ টাকার কয়েন নিয়ে নয়া ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। মঙ্গলবার আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হল দশ টাকার কয়েন নিতে কেউ অস্বীকার করলে এমন অভিযোগ পাওয়ার পরই দ্রুত সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷
১০ টাকার কয়েন নিয়ে কী নির্দেশিকা দিল RBI ?
রিজার্ভ ব্যাঙ্কের তরফে দেশে ১০ টাকার কয়েন নাকি বাতিল করা হয়েছে ৷   কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিশাল গুজব রটে যায় ৷ কিন্তু সেই গুজব একেবারে উড়িয়ে দিয়েছে আরবিআই ৷ কারণ এবার থেকে কেউ ১০ টাকার কয়েন নিতে প্রত্যাখান করলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ হোয়াটস অ্যাপ, ফেসবুকের মাধ্যমে ১০ টাকার কয়েন বাতিলের গুজবটি ছড়িয়ে পড়লেও রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে দিয়েছে যে  ১০ টাকার কয়েন বাতিল সম্পর্কে কোনও নোটিশ তাদের পক্ষ থেকে জারি করা হয়নি।

কোন মন্তব্য নেই

যদি আপনার কোন সন্দেহ থাকে, দয়া করে আমাকে জানান