উপকরণঃ
পাউরুটি, টমেটো সস, পিঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মরিচ গুড়ো, গ্রেট করা চিজ।
প্রনালিঃ
স্লাইচ পাউরুটি গুলো একটা মাইক্রভেন ট্রে টে পাতিয়ে নিন। এবার সব গুলোতে প্রথমে সস লাগান। তার পর পিঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মরিচ গুড়ো দিন তার উপরে গ্রেট করা চিজ বেশিপরিমাণে দিন। এবার মাইক্রভেনে ২০০ ডিগ্রি হিটে ৫-৭ মিনিটের জন্য ঢুকিয়ে দিন। পরে বার করে কোণা কুনি কেটে পরিবেশন করুন পাউ পিজা।
আমাদের রেসিপি তে যদি কোন ত্রুটি থাকে বা আপনি যদি কোন কিছু সংযোজন বা সংশোধন করতে চান নির্দ্বিধায় পোষ্টে কমেন্ট (মন্তব্য) করে জানাতে পারেন।