Page Nav

HIDE

Breaking News:

latest

এঁচোড় চিংড়ি

এঁচোড় চিংড়ি বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় রান্না গুলির মধ্যে একটি। রেসিপি দেওয়া হল। উপকরণঃ- এঁচোড়, চিংড়ি মাছ, পিঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাট...

এঁচোড় চিংড়ি বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় রান্না গুলির মধ্যে একটি। রেসিপি দেওয়া হল।

উপকরণঃ-



এঁচোড় চিংড়ি
এঁচোড়, চিংড়ি মাছ, পিঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টুকরো করা আলু, নুন, হলুদ, জিরে গুড়ো, লঙ্কা গুড়ো, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোবিন্দ ভোগ চাল, সরষের তেল, চিনি।

প্রনালিঃ-



এঁচোড় টা টুকরো করে কেটে নিন। অল্প লবণ জলে সেদ্ধ করুন। তাতে এঁচোড়ের কষ ভাব কেটে যাবে।  কড়াই গরম করে তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, ১ চামচ গোবিন্দ ভোগ চাল দিন। নাড়তে থাকুন। ভাজা গন্ধ বের হলে নামিয়ে নিন। দেখবেন যেন পুড়ে না যায়। এবার সেটাকে গুড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে তাতে টুকরো করা আলু গুলো ভেজে তুলে নিন। তাতে তেজপাতা ও গোটা জিরে ফোঁড়ন দিন। পিঁয়াজ কুচি ও চিংড়ি মাছ গুলো দিন। নাড়ুন ভাজাভাজা হলে আদা বাটা, রসুন বাটা, জিরে গুড়ো, লঙ্কা গুড়ো, সামান্য চিনি দিয়ে কসুন। তেল ছাড়লে তাতে সেদ্ধ করে জল ঝরানো এঁচোড় গুলো দিন। আবার নাড়ুন। ভাজা আলু গুলো দিয়ে নুন, হলুদ দিন। বেশ কিছুক্ষণ কষার পর পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিন। ফুটে উঠলে তাতে আগে থেকে গুড়ো করা ভাজা মশলা ও চিনি দিন। আবার ঢাকা দিন। ঝোল ঘন হলে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এঁচোড় চিংড়ি ।

 

৩টি মন্তব্য

যদি আপনার কোন সন্দেহ থাকে, দয়া করে আমাকে জানান