চিকেন ঝাল ফ্রাই রেসিপি

টমেটো আর অলিভের ভিন্ন স্বাদে খুব ঝটপট মজার খাবার তৈরি করতে পারেন। সময় লাগবে খুবই কম, উপকরণও সামান্য। কিন্তু স্বাদ? স্বাদে হবে ভীষণ মজাদার। অতিথি আপ্যায়নেও খুব ভালো মানিয়ে যাবে। আর এই রেসিপির নাম চিকেন ঝাল ফ্রাই।চলুন, জেনে নিই রেসিপি।

 মেরিনেশনে যা লাগবেঃ 

 মুরগির রানের পিস ২ টি
 আদা বাটা ২ চা চামচ
 রসুন বাটা ১ চা চামচ
 পেঁয়াজ বাটা ১ চা চামচ
 এলাচি গুঁড়ো হাফ চামচ
 লবণ স্বাদমত
 ফ্রেশ ক্রিম অথবা টক দই হাফ কাপ
 এই সব মশলা এসব কিছু মাখিয়ে মুরগিকে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা।

 আরও লাগবেঃ 

 পেঁয়াজ কুচি ,মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি , ক্যানড অলিভ, অল্প লেবুর রস ,টমেটো টুকরা, পেঁয়াজ পাতা , মিহি আদা কুচি ও তেল

 প্রণালিঃ 

 প্যান গরম করে ৪ টেবিল চামচ তেল দিন।
 এই মশলা মাখা মুরগির পিসগুলোকে তেলে দিয়ে ভাজা ভাজা করে নিন।
 ঢাকনা লাগিয়ে কম আঁচে ভাজুন ২০ মিনিট। কোনো জল দেয়া লাগবে না।
 এবার এই ভাজা মুরগিতে পেঁয়াজ কুচি ,মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি , ক্যানড অলিভ, অল্প লেবুর রস ,টমেটো টুকরা, পেঁয়াজ পাতা , মিহি আদা কুচি দিয়ে আরো ২ মিনিট রান্না করে নামিয়ে নিন। যেকোনো নান, চালের রুটি কিংবা পরোটা এর সাথে গরম গরম পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* দয়া করে এখানে অবাঞ্ছিত মন্তব্য করবেন না। সমস্ত মন্তব্য অ্যাডমিন পর্যালোচনা করেন।